নন্দীগ্রামে গভীর রাতে বাল্যবিবাহবন্ধ করে দিলেন ম্যাজিস্ট্রেট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৪
বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। জানা গেছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরমাঝগ্রামের সাইদুল ইসলাম তার নিজ বাড়িতে ১৭ বছর বয়সি ভাগ্নিকে বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি নেয়। সেখানে বর আসার আগেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বিষয়টি জানতে পেরে বিয়ে বাড়িতে উপস্থিত হন। এরপর তিনি বাল্যবিবাহ বন্ধ করে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত কনের মামীকে ২ হাজার টাকা অর্থদন্ড করেন।
সেই সাথে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১৮ বছরের পূর্বে এই কনের বিবাহ দিবে না মর্মে অভিভাবকের নিকট থেকে একটি মুচলেকা গ্রহণ করা হয়। পরে তিনি সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা দেন। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত