নন্দীগ্রামে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশারফকে সংবর্ধনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৭ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০২:৩২

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সন্ধ্যায় নন্দীগ্রামস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহীন, পৌর বিএনপির আহবায়ক লুৎফর রহমান, বিএনপি নেতা শাহ মো. আল-হেলাল, আলাউদ্দিন সরকার, আব্দুর রহিম, বেলায়েত হোসেন আদর, মো. আলেকজান্ডার, আব্দুল হাকিম, আব্দুল মজিদ মাসুদ, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেশমা আকতার সাথী, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব আব্দুস সালাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক সিয়ামুল হক রাব্বী, ছাত্রদল নেতা তারেক রহমান, জুয়েল রানা ও পলিন প্রমুখ। দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপিকে সংবর্ধনা দেন।   
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত