নন্দীগ্রামে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৩ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:২৯
বগুড়ার নন্দীগ্রামে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নন্দীগ্রাম পৌরভবনে বিট পুলিশিং এর আয়োজনে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান ও নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং নন্দীগ্রাম ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুর করিম, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী, মখলেছুর রহমান, নন্দীগ্রাম পৌরসভার কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জ্বল ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত