নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১৫:১২ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ২২:৩৯

বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন প্রামানিক, অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায় প্রমুখ। এ সভায় নন্দীগ্রাম উপজেলায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচলনা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত