নন্দীগ্রামে এসইটিভি নিউজ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ২১:৫৭ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩

বগুড়ার নন্দীগ্রামে এসইটিভি নিউজ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩ এপ্রিল বিকেল ৫ টায় উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে আ লিক কার্যালয়ে এসইটিভি নিউজ ২৪. কম এর সম্পাদক এনকে সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, ডান নিউজ ২৪. কম এর সম্পাদক মোসাব্বর হাসান মুসা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ। এরপর উৎসবমুখর পরিবেশে এসইটিভি নিউজ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসইটিভি নিউজ ২৪. কম এর ব্যবস্থাপনা সম্পাদক মতিউর রহমান মুসা।    
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত