নন্দীগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ২০:০৪ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩
বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত পৌনে ৯ টায় মাদকবিরোধী অভিযানে থানা পুলিশ উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজার থেকে চকরামপুর গ্রামের সায়েদ আলীর ছেলে সেলিম হোসেন (৩৯) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এ অভিযানে ছিলেন, থানার এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত