নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশ: ৮ মার্চ ২০২২, ১৪:৩৭ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৭
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান মাহফুজা বেগম, ওসিসি’র প্রোগ্রাম অফিসার মোত্তালেব হোসেন, তথ্যসেবা কর্মকর্তা তাবাসসুম উলফাত, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সফল জননী বুলবুলি রাণী প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত