নন্দীগ্রামে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় গানে প্রথম অনু রায়

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৮ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ২১:২১

বগুড়ার নন্দীগ্রামে ২০২৪ সালের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় গানে খ বিভাগ থেকে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী অনু রায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্থান লাভ করে। 

এরপর সে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় গানে উপজেলার মধ্যে প্রথম ও জেলার মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম।

অনু রায় নন্দীগ্রাম থানা রোডের স্বপ্না জুয়েলার্সের স্বত্বাধিকারী অসিম কুমার রায় ও গৃহিণী সীমা রায়ের দ্বিতীয় মেয়ে। তার এই সাফল্য লাভে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসিম কুমার রায় ও তার পরিবার।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত