নন্দীগ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১ জুন ২০২৪, ১৬:২০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

নন্দীগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ। 

সেসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুসরাত জাহান তিথি, নন্দীগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা শারমিন আকতার, গাবতলী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জীবন মাহমুদ, নন্দীগ্রাম উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক লায়জুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা ইসরাত জাহান প্রমুখ। 

নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালনের জন্য স্বচ্ছভাবে ৭৬২জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত