নন্দীগ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৯ মে ২০২২, ২০:২৯ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সোহাগকে দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। রোববার (২৯ মে) নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এতথ্য নিশ্চিত করেন। 

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, ১৫ জুন বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সোহাগকে দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। সেই সাথে দলীয় শৃঙ্খলা অমান্য করায় তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির নিকট সুপারিশ করা হয়। 

দলীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন মন্ডলকে দলীয় মনোনয়ন (নৌকা) দেয়া হয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বুড়ইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সোহাগ (মোটর সাইকেল) বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আহসানুল হক সোহাগ বলেন, দল আমাকে পদ থেকে অব্যাহতি দিলেও কোন সমস্যা নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত