নন্দীগ্রামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

  নাজমুল হুদা

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৪০ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৬

বগুড়ার নন্দীগ্রামে সরকার নির্ধারিত দরে আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে নন্দীগ্রাম এলএসডিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সারমিন আক্তার, নন্দীগ্রাম উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। 

এবার নন্দীগ্রাম উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৭৪৫ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৭৪২ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত