নন্দীগ্রামে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫১ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫
বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মৃত আবু তালেবের ছেলে তারেক রহমানের পরিত্যক্ত বাড়ির বারান্দায় আনুমানিক ৫০ বছর বয়সি এক অজ্ঞাত মহিলার লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ ওই অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরে লাশটির ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলো। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত