নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ১৯:২০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের পানগুছি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু সাবিনা আক্তারের (৭) মৃতদেহ উদ্ধার হয়েছে। সাবিনা আক্তার মোড়েলগঞ্জ পৌর সভার বারইখালী এলাকার পুরাতন থানা সংলগ্ন শাহ জালাল শেখের মেয়ে। নিখোঁজের ২৮ ঘন্টা পরে মঙ্গলবার রাতে পানগুছি নদীতে লাশ ভেসে ওঠে। আগের দিন সোমবার বেলা ২ টার দিকে ওই নদীতে পরিবারের অন্য সদস্যদের সাথে গোসল করতে গিয়ে সে ডুবে যায়।
সাবিনার চাচা কবির আহম্মেদ জানান, সোমবার তাদের পরিবারের সদস্যরা ৭/৮ জন একত্রীত হয়ে পানগুছি নদীতে গোসল করছিলো। এ সময় সাবিনা আক্তারকে গোসল করিয়ে কিনারে তুলে দেয়া হয়। সে সকলের চোখ ফাঁকি দিয়ে আবার নদীতে ঝাঁপ দেয়। এর পরে তাকে আর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে ফেরিঘাট এলাকায় লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
মোড়েলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বুধবার সকালে জানান, নদীর পাড়ের বাসিন্দা জালাল শেখের মেয়ে সাবিনা আক্তার পরিবারের সদস্যদের সাথে গোসলকরতে গিয়ে সবার অজান্তে পানিতে তলীয়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত