নতুন সিনেমায় নায়ক-নায়িকা অনন্ত-বর্ষা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১৫:৫৩ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩

ফাইল ছবি

২০১০ সালে পর্দায় আসেন আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। ‘খোঁজ: দ্য সার্চ’র মাধ্যমে নায়ক-নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তারা।

এরপর গত একযুগে এসেছে আরও ৬টি চলচ্চিত্র। যার প্রতিটিই প্রযোজনায় ছিলেন অনন্ত। সর্বশেষ ছবি ‘দিন: দ্য ডে’তে সমালোচিত হওয়ায় ঘোষণা দিয়েছিলেন, তিনি আর আগের অনন্ত নেই। ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, আর ছবি প্রযোজনা করবেন না। 

তাই অনেকেই ধরে নিয়েছিলেন- রূপালি পর্দা বিদায় নিচ্ছেন এই তারকা। তবে আপাতত তা হচ্ছে না। আবারও তাদের পর্দায় পাওয়া যাবে। 

‘কিল হিম’ নামের নতুন ছবিতে দেখা যাবে  অনন্ত-বর্ষাকে। তবে প্রযোজনায় থাকছেন না অনন্ত। এটি প্রযোজনা ও পরিচালনা করবেন মো. ইকবাল। তিনি জানান, বড় আয়োজনের একটি মহরতের মধ্যে দিয়ে ছবিটির বিস্তারিত জানানো হবে ৩ সেপ্টেম্বর।

এ ছবিতে আরও থাকছেন কলকাতার অভিনেতা রাহুল ও বাংলাদেশের মিশা সওদাগর।

জানা গেছে, পুরোপুরি অ্যাকশন ঘরানার সিনেমা ‘কিল হিম’। এ ছবির জন্য টানা শুটিংয়ে অংশ নেবেন অনন্ত-বর্ষা। আসছে রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত