নতুন বছর
প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১০:২৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:৪১
এম হাবীবুল্লাহ
--------------------
বছর ঘুরে নতুন করে
নতুন বছর এলো
অতীত দিনের দুঃখ ব্যথা
সব-ই ঝেড়ে ফেলো।
ভুলগুলো সব শুধরে নিয়ে
সঠিক পথে চলো
বুকে সাহস, শক্তি নিয়ে
সঠিক কথা বলো।
এলোমেলো জীবন তোমার
সাজাও সুন্দর করে
থাকবে না আর দুঃখ কোনো
সুখে রবে ভরে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত