নতুন বছরে ফানুস দূর্ঘটনায় পুরান ঢাকায় আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১০:০৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬

পুলিশের নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীতে ওড়ানো ফানুসের আগুনে পুরান ঢাকায় একটি দোকান পুড়ে গেছে। 

রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দোকানটি সম্পন্ন পুড়ে গেছে।’ 

ইংরেজি নতুন বছর উপলক্ষে ফানুস ও আতশবাজি নিষিদ্ধ থাকলেও রাজধানীতে আতশ ও ফানুস উড়াতে দেখা গেছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত