নতুন বই
প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১০:০৯ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩
মোঃ তাইফুর রহমান
---------------------------
খোকন কিন্তু মহাখুশি
পড়ছে মজার ছড়া
রঙিন সকল ছবি দেখে
খোকন দিশেহারা।
নতুন বইয়ের দারুণ গন্ধে
মনে দোলা লাগে
বইয়ের সকল কবিতা
পড়ছে খোকন আগে।
নিত্য যাবে স্কুলেতে
এই খোকনের আশা
নতুন বই পড়া এখন
খোকনের হয় নেশা।
বই পেয়েছি বই পেয়েছি
এই খোকনের বুলি
নতুন বইয়ে খোকন খুশি
ছড়াতে যাই বলি।
নতুন বই পেয়ে খোকার
খেলাধুলা বন্ধ
তার নাকি খুব ভালো লাগে
নতুন বইয়ের গন্ধ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত