নতুন গান নিয়ে এলেন কন্ঠশিল্পী সামিতা

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২২, ১১:০৫ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৭

চলতি সময়ের কন্ঠশিল্পী সামিতা। নিয়মিত গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এই গায়ক নিয়ে এলেন নতুন আরো একটি গান। শিরোনাম  জয় হয়েছে বাংলার জয়। বুকের তাজা রক্ত দিয়ে বীর সেনার দেশ করলো স্বাধীন। 

গানটির কথা ও সুর সামিতার নিজেরই আর সঙ্গীতায়োজনে ছিলেন ঋষিকেশ রকি। ভিডিও পরিচালনা করেছেন রবিউল ইসলাম বাদশা।  মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সামিতা।

নতুন গান প্রসঙ্গে শিক্ষক কন্ঠশিল্পী সামিতা ইয়াসমিন বলেন, এই গানটির মাধ্যমে নতুন সামিতাকে আবিষ্কার করবেন শ্রোতারা। আমার কাছে গানের কথা অসাধারণ মনে হয়েছে। গানটি খুবই ভালো হয়েছে। আশা করি, শ্রো-দর্শকদের মধ্যে  এই গান অনেক সাড়া ফেলবে। ভালো কিছু কাজ শ্রোতাদের উপহার দিতে চাই। সে লক্ষ্যেই কাজ করছি। আগের মতো নতুন গানটিও সবার ভালো লাগবে। সবার ভালোবাসা এবং দোয়া চাই।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত