নতুন এক ইতিহাস গড়লো দিয়া-রুবেল
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১৪:১১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র বিভাগে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল স্বর্ন জিততে না পারলেও ইতিহাস গড়ে রৌপ্য জিতেছে তারা। ফাইনালে কোরিয়ার কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের এই আর্চারদের।
কোরিয়ান দুই আর্চার রিয়ু আর লি প্রথম সেটের চার তির থেকে তুলে নেন ৩৮ করে। জবাবে দিয়া ও রুবেল দু’জনেই নিজেদের প্রথম তিরে তুলতে পারেন ৮ স্কোর। পরের তিরে দিয়া ৯ তুললেও হাকিম তুলতে পারেন কেবল ৭ স্কোর। ফলে ৩৮-৩২ ব্যবধানে প্রথম সেটে হেরে যায় বাংলাদেশ।
দ্বিতীয় সেটেও প্রতিপক্ষ চার তির থেকে ৩৮ স্কোর করলে জবাবে দিয়া রুবেল তোলেন মাত্র ৩৩। এই সেটেও হারতে হয় বাংলাদেশের।
প্রথম দুই সেটে হারের পর দিয়া ও রুবেল এবার ঘুরে দাঁড়ান। দিয়া দুই সেটে তোলেন ১৮, আর হাকিম দুটো তিরেই ১০ করে তুলে ২০ স্কোর করেন; তাতে বাংলাদেশের স্কোরও দাঁড়ায় ৩৮। পয়েন্ট সমান হওয়ায় এই সেটের পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। শেষ সেটে পয়েন্ট ভাগ করলেও শেষ পর্যন্ত ৫-১ সেটে হেরে রোপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত