ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪ |  আপডেট  : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৮

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানোর জন্য এই সমাবেশ ডাকা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইডেন কলেজের বকুলতলায় এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নারী নির্যাতন রোধে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে নারীরা নিরাপদে এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। আমরা চাই, নতুন বাংলাদেশে কেউ যে আর ধর্ষণের শিকার না হন। আমরা চাই, ভাইয়েরা-বোনেরা একসঙ্গে আন্দোলন করবে, রাজপথে থাকবে, দেশ গড়বে। 

শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যা সমাজের নৈতিক অবক্ষয়, আইনের শিথিল প্রয়োগ এবং নারী নিরাপত্তার অভাবকে তুলে ধরেছে। আর অপরাধীরা শাস্তির মুখোমুখি হচ্ছে না। যা অপরাধ প্রবণতা আরও বাড়াচ্ছে৷ 

প্রসঙ্গত, একই ইস্যুতে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত