ধর্মের নামে সংঘাত সৃষ্টিকারীরা জাতীয় শত্রু: ধর্ম প্রতিমন্ত্রী

  মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১৮:০৯ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:৩৫

ধর্মের নামে সংঘাত সৃষ্টিকারীরা জাতীয় শত্রু বলে আখ্যায়িত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। তিনি শুক্রবার রাত ৮টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক বলেন, ‘যারা ধর্মের নামে সংঘাত সৃষ্টি করে, তারা কোন ধর্মের না, কোন বর্ণের না, তারা জাতীয় শত্রু। ইসলাম শান্তির ধর্ম, আমরা মুসলমান। সাম্প্রাদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের প্রত্যেকের ইমানী দায়িত্ব। বঙ্গবন্ধু ১৯৭২ সালের সংবিধানে সাম্প্রাদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ ঘোষণা করেছিলেন। তাই মসজিদ-মাদ্রাসা উন্নয়নে আমরা সব সময়ই কাজ করে যাচ্ছি।’

তিনি আরো বলেন, পাঠ্য বইতে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করা সম্পর্কে আমাদের সবারই চিন্তা চেতনা রয়েছে। তবে পাঠ্য বইতে কি রাখবে, সেটা শিক্ষা মন্ত্রনালয় করবে। তারপরও আমরা চিন্তা করছি ছোট বাচ্চাদের যাদের সঠিক শিক্ষা দেয়া যায়। তাই প্রতিটি ধর্মের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম চালু রাখা আছে এবং আগামীতেও এগুলো আরো বেশি চালু থাকবে।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সাংসদ ড. আব্দুস সোবাহান গোলাপ, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ। এসময় মাদারীপুর জেলার জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত