ধর্মঘট চলছে দ্বিতীয় দিন, ভোগান্তি চরমে
প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ১০:৪৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর দাবিতে গণপরিবহন বন্ধ রেখেছেন মালিক শ্রমিক। এই ধর্মঘট চলছে দ্বিতীয় দিনের মতো। আজ শনিবার (৬ নভেম্বর) সকালেও রাষ্ট্রায়্ত্ত্ব পরিবহন সংস্থা বিআরটিসির কিছু বাস ছাড়া সড়কে কোনও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। এতে করে আজও ভোগান্তিতে পড়েছতে হয়ে সাধারণ যাত্রীদের। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় সড়কে যাত্রী চাপ কিছুটা কম ছিল। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজ খোলা থাকায় সে চাপ বেড়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে অফিসগামী মানুষকে পরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প হিসেবে ব্যবহার করছেন রিকশা, সিএনজি, প্রাইভেট কার ও ভাড়ায় চালিত মোটরবাইকসহ অন্যান্য ছোট পরিবহন।
অন্যদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। গণপরিবহন বন্ধ থাকায় পরীক্ষার্থীদেরও গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, পোহাতে হচ্ছে ভোগান্তি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত