দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও নতুন নির্বাচনের দাবি - জামায়াতের
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১৩:০৬ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯
রোববার (২৮ জানুয়ারি) সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর মিরপুরে এক বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ্সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে; তাই জনগণের বুকে গুলি চালিয়ে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। রাজপথ রক্তাক্ত হলেও দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেই ছাড়বে ।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ ও জামাল উদ্দীন, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মু. আতাউর রহমান সরকার, ছাত্রনেতা সালাহউদ্দীন ও আসাদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়ে পথচারীসহ ৫ জনকে গ্রেপ্তার করে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকারকে মাত্র ৪ শতাংশ মানুষ ভোট দিয়েছে। তাদেরকে প্রত্যাখ্যান করেছে দেশের ৯৬ ভাগ মানুষ। প্রহসনের নির্বাচনে কোনো কোনো প্রার্থী দাবি করেছেন তারা ভারতের প্রার্থী। তাই এই সংসদ ও সরকার কোনোভাবেই জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না।
তিনি জুলুম-নির্যাতন বন্ধ ও পুলিশকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকার জনতার ওপর পুলিশ দিয়ে চলমান আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র করছে। কিন্তু নির্যাতন করে; গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বরং জনতার রুদ্ররোষে সরকারকে ক্ষমতা থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে।
তিনি বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। সরকারি দলের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের বাজার মূল্য পরিস্থিতি সকল শ্রেণির মানুষের নাগালের বাইরে চলে গেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট এখন তীব্র আকার ধারণ করেছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত