দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ দুর্নীতির প্রতিবাদে ৫ দিনের বিএনপির কর্মসূচি
প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১৪:৩৭ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ‘দাম কমাও, মানুষ বাঁচাও’ স্লোগানে এবার কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার এসব কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২২ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, ২৪ মার্চ বৃহস্পতিবার ঢাকা ছাড়া সব মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন, ৩০ মার্চ বুধবার সব জেলা সদরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন, ৩১ মার্চ বৃহস্পতিবার সব উপজেলা পর্যায়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন ও ২ এপ্রিল শনিবার ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন।
তবে, যেসব জেলা-উপজেলায় কর্মসূচির ধার্য তারিখে সম্মেলন/কাউন্সিল থাকবে, সেসব ইউনিটে কর্মসূচি স্থগিত থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত