দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত মেয়র আতিক
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩
দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নমুনা পরীক্ষায় তাদের সংক্রমণ ধরা পড়েছে বলে উত্তর সিটির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানিয়েছেন।
জানা গেছে, এই মুহূর্তে তিনিসহ পরিবারের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন।
এর আগে মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত