দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সম্ভাব্য একাদশ
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৭ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। বিকাল ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জিতলে সিরিজ জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে টাইগাররা। তবে স্বাগতিকরা এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কমই। তবে এই ম্যাচেও যদি ওপেনাররা ব্যর্থ হন তাহলে ভুগতে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে দুই ওপেনার ফেরেন ১ রান করে। সেই ধাক্কা সামাল দেন সাকিব-মুশফিকরা। বাংলাদেশ শেষ পর্যন্ত ৩০ বল হাতে রেখে জিতে ৭ উইকেটে। পেসে মুস্তাফিজের সঙ্গে সাইফউদ্দিন। আর স্পিনে নাসুম-মেহেদীর সঙ্গে সাকিব। প্রথম ম্যাচের মতো এভাবেই হতে পারে বাংলাদেশের একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত