দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত জাস্টিন ট্রুডো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২২, ১০:০০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজেই টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। 

স্থানীয় সময় সোমবার (১৩ জুন) তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও ভ্যাকসিন নেওয়ার কারণে তিনি সুস্থবোধ করছেন।

টুইটার বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জানান, ‘আমার করোনা শনাক্ত হয়েছে। আমি আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি ফলো করছি। করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ায় সুস্থবোধ করছি। সুতরাং আপনি যদি ভ্যাকসিন না নেন, শিগগির নিয়ে ফেলুন, এবং যদি সম্ভব হয় তবে বুস্টার ডোজ নিন।’

এর আগে গত জানুয়ারিত করোনাভাইরাসে আক্রান্ত হন কানাডার প্রধানমন্ত্রী। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত