দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১২:৩১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন সরকারি বাসায় আইসোলেশনে আছেন। 

মন্ত্রীর কোভিড-১৯ উপসর্গ থাকায় বুধবার (২৬ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ এসেছে। রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

পরিবেশমন্ত্রী এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত