দোকান খোলার দাবিতে ব্যবসায়ী-কর্মচারীরা আজও রাস্তায়

প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১৩:৪০ | আপডেট : ৩ মে ২০২৫, ১৭:১৬

করোনা ভাইরাস মহামারির ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে সাত দিনের লকডাউন শুরু হয়েছে আজ সোমবার সকাল থেকে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের মধ্যেই দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ দুপুর ১২ টার দিকে শেষ হয়।
ব্যবসায়ীরা বলেন, ‘গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ ব্যবসায়ী সমিতি ও গাউসিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হাসান বলেন, ‘মার্কেট খেলার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা চাই সরকার সীমিত পরিসরে হলেও মার্কেট খুলে দিক।’ দোকান খোলার দাবিতে গতকাল রবিবার থেকে আন্দোলন করছেন ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সোমবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রোস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত