দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী কাউনিয়ায় পালিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৬ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৫

উত্তর জনপদের বহুল প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার গৌরবময় পথচলায় ২৯ পেরিয়ে ৩০তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিভিন্ন আয়োজন ও উৎসবমূখর পরিবেশে কাউনিয়ায় পালিত হয়েছে। 

শুক্রবার রাতে আইরিন জিন্নাহ কমপ্লেক্সে রাকু কার্যালয়ে দৈনিক যুগের আলো পত্রিকার কাউনিয়া প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের উদ্যোগে উৎসব মুখোর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আগে স্বাগত বক্তব্য রাখেন যুগের আলো পত্রিকার কাউনিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ দিলদার আলী। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক ঐক্যের সাধারণ সম্পাদক এমএ হক আকরাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক জুলহাস হোসেন সোহাগ,সাংবাদিক নিতাই, সাইফুল, জহির, জসিম সরকার, সাইদুল, আ.লীগ নেতা মোঃ মশিউর রহমান, সহ কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোচনা শেষে কেক কাটা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত