দৈনিক উত্তরকোণ’ এর সম্পাদক মোজাম্মেল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ৪ জুন ২০২১, ২১:০৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮

‘শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যেদিয়ে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপায় দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদারের ১ম (প্রথম) মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বগুড়ায় মরহুমের কবর জিয়ারত শেষে গ্রামের বাড়ীতে কোরআন খতম এবং বাছআছর বায়তুস সূজূত জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়। এরপর আজাদ মঞ্জিলে গরীব ও দুুঃস্থদের মাঝে চাউল ও নগদ অর্থ এবং মিষ্টি বিতরন করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ এর ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, ডাঃ বদিউজ্জামান, আবু সাইদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর রশিদ সিদ্দিকী, সহধর্মীনি রুবিনা নাহিদ, লালু’র পুত্র ও সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও আরাফাত রহমান স্মৃতি সংসদ বগুড়া জেলা কমিটির উপদেষ্টা এবং বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, দৈনিক উত্তরকোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, উপদেষ্টা তাহরিমা আফরিন তমা, হারিছা জামান আরশি ও (নাতি) নূর নাসরুম সিদ্দিকী, পরিচালক সার্দাদুউজ্জামান তালুকদার জাওয়াত। আরোও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান ও সাংবাদিক রেজাউল করিম রেজা, গাবতলী প্রতিনিধি আল আমিন মন্ডল, বগুড়া সরকারী শাহ সুলতান কলেজের ছাত্রদল নেতা মামুন, বগুড়া সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল নেতা রাফিউল ইসলাম, শহর ছাত্রদল নেতা রুমন, সদর উপজেলা ছাত্রদল নেতা আল আমিন, থানা ছাত্রদল নেতা শুভ আহম্মেদ প্রমূখ। 

উল্লেখ্য, মরহুম অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার মরহুম সিরাজুল হক তালুকদার এমপি’র পুত্র এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র বড় ভাই ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত