দৈনিক আজাদীর সাবেক সম্পাদনা সহকারী তপন দাশ আর নেই

  চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ১১:৫৫ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:৫৫

দৈনিক আজাদীর সাবেক সম্পাদনা সহকারী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য তপন দাশ বর্মন (৭০) আর নেই।  

রোববার (২১ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। নগরের বলুয়ার দীঘি মহাশ্মশানে তাঁকে দাহ করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাব।

শোকবার্তায় সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।  

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত