দেড় কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

  আাদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৬ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:১৯

বগুড়ার আদমদীঘি উপজেলার বশিপুর ঈদমাঠ সংলগ্ন মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছেন। এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। 

জানা যায়, নওগাঁর সাহাপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মাদককারবারী ফারুক হোসেন (৬৩) ও অমুল্য চন্দ্রের ছেলে প্রদীপ বাবু (৫২) গত ১২ ফেব্রুয়ারী শনিবার রাতে উপজেলার বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় মহাসড়কের উপর গাঁজা বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেপ্তার করেন। ওই রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই শাহ আলম খলিফা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত