দেশে ফের কিছুটা বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা
প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৯:৫৮ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। আর এই সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৫৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। এদিকে গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ০৭ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৬ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮০ জন। আগের দিন ৮ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ২৮০ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৯২ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ১০ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৩ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৩৩ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৬ দশমিক ৬১ শতাংশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত