দেশে ফেরার দ্বিতীয় দিন মিরপুরে অনুশীলনে সাকিব

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১২:০৬ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০০

বিশ্বকাপের মধ্যেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে গতকাল বুধবার অনেক জলঘোলা হয়েছে। তবে সাকিব আশ্বস্ত করেন, শৈশবের কোচের কাছে ব্যাটিং ঝালিয়ে নিতেই ঢাকায় এসেছেন তিনি। সেই লক্ষ্যেই মিরপুরে অনুশীলন করেছেন সাকিব।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টানা দ্বিতীয় দিনের মত মিরপুর শেরে-ই বাংলার ইনডোরে সাকিব। সেখানেই আজ আবার অনুশীলনে নেমেছেন সাকিব আল হাসান। সকাল নয়টা সাত মিনিটে সাকিব মিরপুরের ইনডোরে প্রবেশ করেন। সেখানে তার ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক।

গতকাল বুধবার শুধু ব্যাটিং নিয়েই কাজ করেছেন। আজও ব্যাটিং অনুশীলনের কথা রয়েছে। অনুশীলন শেষে আজই সাকিবের ঢাকা ত্যাগের কথা রয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত