দেশে করোনায় ৫ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ অক্টোবর ২০২২, ১৯:১৮ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৪৯১ জন। বৃহস্পতিবার শনাক্তের সংখ্যা ছিল ৪১০ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৮০ জন এবং মোট শনাক্ত ২০ লাখ ২৯ হাজার ১৫ জন। শুক্রবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ১০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯০৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯১২টি। এ পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৭ হাজার ২০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও  জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ১০ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ০৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

অধিদফতরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকায় ও ৩ জন ময়মনসিংহে অবস্থান করছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত