দেশে আসলো বিশ্বকাপ ফুটবল ট্রফি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০৬ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩
দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ট্রফিটি।
‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে আসা ট্রফিটির সঙ্গে এসেছেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বিমানবন্দর থেকে ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হয় হোটেল র্যাডিসন ব্লু-তে।
তবে, এবার সাধারণ দর্শকদের জন্য ট্রফি উন্মুক্ত থাকছে না। গত ২০২২ সালের মতো আর্মি স্টেডিয়ামে কনসার্ট বা বড় কোনও প্রদর্শনী নেই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।
এবারের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট হবে তিনটি দেশে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা)। আগামী ১১ জুন আসর শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত