দেশের সকল শ্রমজীবী মানুষের পাশে বিএনপি আছে এবং থাকবে : মোশারফ হোসেন

প্রকাশ: ৯ মার্চ ২০২৫, ১৫:৩৮ | আপডেট : ৯ মার্চ ২০২৫, ২৩:৩৬

দেশের খেটে খাওয়া সকল শ্রমজীবী মানুষের পাশে বিএনপি আছে এবং থাকবে। আর তাদেরকে সাথে নিয়েই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবো। এ দেশে যত মানুষ অন্যায় ও অত্যাচারের শিকার হয়েছে সমস্ত অন্যায় ও অত্যাচারের জবাব ধানের শীষ প্রতীকে ভোট দিয়েই দিবে এ দেশের মানুষ। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ধানের শীষ প্রতীক বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর হাট চত্বরে ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন ওই কথাগুলো বলেন।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সিনিয়র সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, বিএনপি নেতা সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তারেক রহমান, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও ছাত্র দল নেতা ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।
এ অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শহীদ জিয়াউর রহমানের পরিবারের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত