দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: এমিলি এমপি 

  লৌহজং ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৪০ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৪

মুন্সিগঞ্জ-২ ( লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি  গণসংযোগ করেন । শুক্রবার দিনব্যাপী নৌকার সমর্থক নেতা কর্মীদের উদ্যোগে লৌহজং উপজেলার হলদিয়া, কুমারভোগ, কনকসার, শিমুলিয়া, লৌহজং-তেউটিয়া, ঘোলতলী ও বৌলতলী ইউনিয়নের পয়সা মাঠে জনসভা, বাড়িতে বাড়িতে উঠান বৈঠক ও ভোটারদের সাথে মতবিনিময় করেন । লৌহজং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদারে নেতৃত্বে গণসংযোগ ও জনসভায় বক্তব্য দেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি । 

তিনি বলেন, শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশের মানুষের ভাগ্যোর পরিবর্তন ঘটে । আওয়ামীলীগ মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি করেনা । শেখ হাসিনা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। তলা বিহীন ঝুড়ি থেকে আজকে মধ্যম আয়ের দেশ গড়তে সক্ষম হয়েছে জননেএী শেখ হাসিনা । তার কোন চাওয়া পাওয়া নেই, তিনি শুধু এ দেশের মানুষের জন্য কাদেন । তাই দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে । তিনি আরোও বলেন, উৎসব মুখর নির্বাচন হবে আপনারা সকল ভোটাররা কেন্দ্রে যাবেন এবং নৌকা মাকায় ভোট দিয়ে আমাকে বিজয় করবেন । 

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মেহেদি হাসান, সিআইপি বি.এম শোয়েব, তোফাজ্জল হোসেন শেখ, মো. ফায়সাল শিকদার, মো. অসীম, যুবলীগের সভাপতি মো. আলমঙ্গীর কবীর খান, মো. শাহজাহান খান সাজু, মো. মজনু মীর্জ,  মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত