দেবীগঞ্জে হিট স্ট্রোকে মাইক্রোবাস চালকের মৃত্যু
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১৯:৩৪ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০
পঞ্চগড়ের দেবীগঞ্জে হিটষ্টোকে এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে।ওই চালকের নাম হাসান আলী (৪২)। সে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকার হাশেম আলীর ছেলে।২৫ এপ্রিল দুপুরে কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে প্রাইভেট কার পরিস্কার করার সময় রোদের তাপদাহে অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
২৬ এপ্রিল শুক্রবার সকালে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।কালীগঞ্জ বাজারের সাবু ট্রেডার্সের মালিক আব্দুর রাজ্জাকের প্রাই়ভেট কার চালাতো। হাসান আলীর ৪ ছেলের মধ্যে বড় ছেলে সৌদিআরব আছে।
পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কালীগঞ্জ শাখার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম হিটষ্ঠোকে আক্রান্ত হয়ে প্রাইভেট কার চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত