দেবীগঞ্জে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করল পুলিশ
প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১৮:৫৭ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪
পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত অবস্থায় প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানার পুলিশ। ২০ মার্চ রাতে দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাংগা ইউনিয়ন পরিষদের চেংঠী বাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি রাসেল নামের এক যুবকের। সে মৃত অবস্থায় রাস্তায় পড়েছিল। সে চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের নগর চেংঠী ডাংগ্পাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, আমরা একটি প্রতিবন্ধী রাসেল (৩২) নামের যুবকের লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে, মানসিক প্রতিবন্ধী রাসেল বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় সে রাস্তায় পড়ে যায়। রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। যার কারনে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে৷ লাশটি দেখে স্থানীয়রা দেবীগঞ্জ থানার সংবাদ দেন। সংবাদ পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত