দেখে নিন বিপিএলের যত 'হ্যাটট্রিক-ম্যান'

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১০:৪৬ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৭

৬ বলের ওভারে টানা তিন বলে তিন উইকেট নেওয়ার ঘটনা খুবই বিরল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আট আসরে যে নজির দেখা গেছে মাত্র ৬ বার! ষষ্ঠবারের কৃতিত্ব মৃত্যুঞ্জয় চৌধুরীর। গতকাল রাতে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পেসার।

সিলেট সানরাইজার্সের বিপক্ষে মৃত্যুঞ্জয়ের এই হ্যাট্রট্রিক ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছে তাকে। বিপিএলে তৃতীয় বাংলাদেশি বোলার ও অভিষিক্ত ক্রিকেটার হিসেবে তার অবস্থান দ্বিতীয়তে। এর আগের পাঁচ হ্যাটট্রিক কারা করেছিলেন? তা নিয়েই এই প্রতিবেদন। 

মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী, ২০১২)

বিপিএলে ইতিহাসে প্রথম হ্যাটট্রিক। ২০১২ সালে পাকিস্তানের সাবেক এই পেসার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন। দুরন্ত রাজশাহীর হয়ে পরপর তিন বলে সাজঘরে ফেরান ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও রানা নাভেদুল হাসানকে।

আল আমিন হোসেন (বরিশাল বুলস, ২০১৫)

২০১৫ সালে আল আমিনের এই হ্যাটট্রিক ছিল বরিশাল বুলসের হয়ে। সিলেট সুপার স্টার্সের তিন ব্যাটার মুমিনুল হক, রবি বোপারা ও নুরুল হাসান সোহানকে একে একে সাজঘরে ফেরান। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন তিনি।

আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস, ২০১৯)

বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে বসেন আলিস। ঢাকা ডায়নামাইটসের নেট বোলার ছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে একাদশে সুযোগ পেতেই পরপর তিন বলে সাজঘরে ফেরান মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজাকে। রংপুর রাইডার্সের বিপক্ষে আলিস এই হ্যাটট্রিক করেছিলেন ২০১৯ সালে।

ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ২০১৯)

সেই আসরেই হ্যাটট্রিক করেন ওয়াহাব রিয়াজ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুলনা টাইটান্সের বিরুদ্ধে গড়েন এই কীর্তি। হ্যাটট্রিকের পথে একে একে সাজঘরে ফেরান ডেভিড ভিসা, তাইজুল ইসলাম ও সাদ্দাম হোসেনকে।

আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস, ২০১৯)

২০১৯ সালেই বিপিএল পায় পঞ্চম হ্যাটট্রিকের দেখা। ঢাকা ডায়নামাইটসের অলরাউন্ডার আন্দ্রে রাসেল চিটাগাং ভাইকিংসের বিপক্ষে নিজের শেষ ওভারের তিন বলে সাজঘরে ফেরান মুশফিকুর রহিম, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকাকে।

মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ২০২২)

আলিসের মত মৃত্যুঞ্জয়ও বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পেসার একে একে সাজঘরে ফেরান সিলেট সানরাইজার্সের এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে। মৃত্যুঞ্জয়ের এই হ্যাটট্রিক বিপিএলের ষষ্ঠ হ্যাটট্রিক। তৃতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেছেন এই বাঁহাতি পেসার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত