"দেখা স্মৃতি সাথে রয়"

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:০৯

ওমর ফারুক 
----------------------

রবি মামা নিত্য ভোরে দেয় উঁকি 
মেঘের কণা না বলে যায় ঢুকি।
পাতার ফাঁকে বাসা বানায় টুনটুনি
মুখ লুকিয়ে বসে থাকে পোকার খুনি। 
দু'পা মেলে রৌদ্র পোহায় লাল মোরগ
মাছের আশে এক'পা তুলে ধলি বক।
গাছের পাতা সুর তুলে বাতাস পেয়ে
সর্ষে ফুলে হলুদ হলো সোনা মেয়ে। 
শিশির জলে পা ডুবিয়ে আলতো চলে
চৈত্র মাসে মাটি ফাঁটে গগণ তলে।
বটের ছায়ার পথিক বসে ক্লান্তি কাটে
রাখাল ছোটে বাঁশির সুরে উদাস মাঠে।
মৌ মৌ মৌ গন্ধ ছোটে আমের ডালে
বৃষ্টি নূপুর আওয়াজ তোলে টিনের চালে। 
বাতাবিলেবু গন্ধ বিলায় নিঝুম রাতে
আধখানা চাঁদ হেঁটে বেড়ায় ছায়ার সাথে।
আদুল গায়ে খোকন সোনা দৌড়ে বেড়ায়
গল্প জমে সত্যি-মিথ্যা ভুবন দেড়ায়।
গলির মোড়ের পুলগুলো তো দাঁড়িয়ে রয়
গল্পগুলো নীরব সরব সত্য সাক্ষ্য হয়।
কতো দিনের কত কথা পথের মাঝে
কতো কথা হারিয়ে গেছে সকাল সাঝে।
আলো, বায়ু সকল দিয়ে বাঁচিয়ে রাখে 
বাঁচিয়ে রাখে ছায়ার মতো কোলেকাঁখে। 
বাবা-মায়ের আদর মেখে শিশু বাঁচে
দাঁড়িয়ে থাকে অবাক হয়ে গ্রাম পাছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত