দৃশ্যম ২ এর অসামান্য সাফল্য
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১৬:০০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৮
কয়েক বছর ধরেই বলিউডের সময়টা ভালো যাচ্ছে না। ব্যর্থতার বিপরীতে সাফল্যের হার নগণ্য। অনেকের অভিযোগ, একের পর এক রিমেক ছবি বানানোর কারণেই দর্শক হিন্দি সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ অভিযোগ একেবারেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ‘লাল সিং চাড্ডা’, ‘বিক্রম ভেদা’ কিংবা ‘জার্সি’র মতো রিমেক সিনেমাগুলো দর্শকের মন জয় করতে পারেনি।
মজার ব্যাপার হলো, যেই রিমেকে ক্ষয়, সেই রিমেকেই এবার এলো জয়! ছবির নাম ‘দৃশ্যম ২’। মুক্তি পেয়েছে গত ১৮ নভেম্বর। মুক্তির পর থেকে বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ছবিটি। মাত্র পাঁচ দিনেই এ ছবির বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ১২৩ কোটি রুপি!
বিশ্লেষকদের ধারণা ছিলো, প্রথম দিনে ‘দৃশ্যম ২’র আয় ১০ কোটির মধ্যে থাকবে। তবে সেই ধারণা উড়িয়ে ১৫ কোটি ৩৮ লাখের বিশাল ওপেনিং পায় ছবিটি। দ্বিতীয় দিন আরও বড় চমক, ২১ কোটি ৫৯ লাখ রুপি আয়। তৃতীয় দিন (রবিবার-ছুটির দিন) ছক্কা হাঁকিয়ে ছবিটি ২৭ কোটি ১৭ লাখ রুপি আয় করেছে। সোম এবং মঙ্গলবারে ‘দৃশ্যম ২’র আয় হয়েছে যথাক্রমে ১১ কোটি ৮৭ লাখ রুপি ও ১০ কোটি ৪৮ লাখ রুপি।
পাঁচদিনে শুধু ভারতেই ছবিটির আয় ৮৬ কোটি ৪৯ লাখ রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহেই ভারতের বাজারে শত কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে এটি।
এর সুবাদে অজয় দেবগনের ক্যারিয়ারে চতুর্থ ১০০ কোটির সিনেমা যুক্ত হতে যাচ্ছে। এর আগে তার ‘গোলমাল এগেইন’, ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’, ‘সিংহাম রিটার্নস’ ছবিগুলো এই ক্লাবে প্রবেশ করেছিলো।
‘দৃশ্যম ২’ একই নামের মালায়লাম সিনেমার হিন্দি রিমেক। যেটির নির্মাতা জিতু জোসেফ। হিন্দিতে এটি বানিয়েছেন নির্মাতা অভিষেক পাঠক। এতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন টাবু, শ্রেয়া সরণ, অক্ষয় খান্না প্রমুখ। ছবিটির বাজেট ৫০ কোটি রুপি।
এর আগে মালায়লাম ছবি ‘দৃশ্যম’র হিন্দি রিমেকেও অভিনয় করেছেন অজয়। সেটিও বক্স অফিসে সফল হয়েছিলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত