দূর্গা পূজায় হামলার প্রতিবাদে বাগেরহাটে বিএমএ‘র মানববন্ধন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ২০:১৯ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০২:০৪

শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন মন্ডপ ও সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে  বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশনের প¶ থেকে বাগেরহাটে মানববন্দন কর্মসুচি পালন করেছে।

রোববার সকাল ১১টায় হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশনের নেতৃবৃন্দসহ  বাগেরহাট সদর চিকিৎসকরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।  এসময় মানববন্ধনে  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কচুয়া শাখার নেতৃবৃন্দ একত্ততা প্রকাশ করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশনের বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা. অরুন চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক ডা. মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জালাল উদ্দিন, ডা. প্রদীপ কুমার বকসী, ডা. শহনেওয়াজসহ চিকিৎসক বৃন্দ। 

বক্তারা বলেন, যারা এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শান্তির আওতায় আনতে হবে। এই ধরণের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহনের আহবান জানান তারা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত