দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টকে ২০ বছরের জেল

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:৩৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডোকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে পেরুর একটি আদালত তাকে এই কারাদণ্ড দেয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রসিকিউটররা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডো ব্রাজিলের একটি নির্মাণ সংস্থার কাছ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। পরে ব্রাজিলিয়ান ওই সংস্থাকে দক্ষিণ পেরুর একটি রাস্তা নির্মাণের জন্য কাজ দেওয়া হয়েছিল।

বিবিসি বলছে, ৭৮ বছর বয়সী আলেজান্দ্রো টোলেডো ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন। তাকে পাঁচ বছর আগে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল।

মূলত সেখানে তিনি বহু বছর ধরে বসবাস করে আসছিলেন। পরে গত বছর পেরুতে তাকে প্রত্যর্পণ করা হয়।

এদিকে ব্রাজিলিয়ান কোম্পানি ওডেব্রেখ্ট সরকারি কাজ পাওয়া নিশ্চিত করার জন্য লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে।

বিচারক ইনেস রোজাস বলেছেন, পেরুভিয়ানরা টলেডোকে তাদের প্রেসিডেন্ট হিসাবে “বিশ্বাস” করেছিল। “পাবলিক ফাইন্যান্স পরিচালনার দায়িত্বের” পাশাপাশি সম্পদের “সঠিক” ব্যবহার “সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব তারই ছিল”।

আর এর পরিবর্তে তিনি “রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন” বলেও মন্তব্য করেন বিচারক। অবশ্য সাবেক প্রেসিডেন্ট টলেডো তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন।

৭৮ বছর বয়সী টোলেডো ২০০১ সালে পেরুর প্রেসিডেন্ট হয়েছিলেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত