দুর্নীতির অভিযোগে বাফুফের সকল অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা
প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১০:০৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:২৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্থিক বিষয়াদি নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাফুফের আর্থিক বিষয়ে সন্দেহ প্রকাশ করেনি কখনো। এবার সেই ব্যতিক্রম কাজটিই হয়েছে। সম্প্রতি ফিফা বাফুফের আর্থিক বিষয়ে কিছু পর্যবেক্ষণ জানিয়ে চিঠি দিয়েছে।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি সেই সত্যতা স্বীকার করেছেন, ‘ফিফার সাথে আমাদের এই বিষয়ে মঙ্গলবার সভা রয়েছে। ফিফা আমাদের আর্থিক বিষয়ে আরও কিছু নির্দেশনা দিয়েছে। মঙ্গলবারের সভার পরেই মূলত এই বিষয়ে স্পষ্ট করে বলা যাবে।’
তবে ফিফা বাফুফের হিসাবে গড়মিল খুঁজে পেয়েছে এজন্য তারা সন্দেহ করছে। সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি এজন্য চীফ ফিনানশিয়াল অফিসার আবু হোসেনকে কাঠগড়ায় দাঁড় করালেন, ‘আমাদের সিএফওর ওপর আমি মোটেও সন্তুষ্ট না। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি বিধায় আমাদের এই রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। আমার ফিন্যান্স কমিটির সভায় তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই প্রসঙ্গে বলেন, ‘ফিফা ও আমাদের মধ্যে এই বিষয়ে দ্বিপাক্ষিক কিছু আলোচনা চলছে। এর সব বিষয় প্রকাশ করা যাচ্ছে না।’
ফিফা সন্দেহ করলেও এএফসি বাফুফের ওপর সন্তুষ্ট বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক, ‘এএফসি আমাদের কাজে সন্তুষ্ট জানিয়ে চিঠিও দিয়েছে। ফিফা চায় আরো বেশি স্বচ্ছতা আনয়ন।’
করোনাকালীন সময়ে ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোকে কোভিড রিলিফ ফান্ড দিলেও বাংলাদেশ পায়নি এখনো। যদিও বিভিন্ন সূত্রের দাবি, ফিফা নিয়মিত বাফুফেকে যে অনুদান দেয় সেটাও নাকি বন্ধ।
এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কোভিড ফান্ড পাইনি। অন্য ফান্ড পাচ্ছি। কোভিড ফান্ড ও অন্যান্য আর্থিক বিষয় নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চলমান রয়েছে।’
উল্লেখ্য, ফিফা বাফুফেকে চার কিস্তিতে আর্থিক অনুদান দিয়ে থাকে। বাফুফেকে অনুদানের বিপরীতে হিসাব দিতে হয়। ফিফাও বাফুফেকে দেওয়া অর্থের অডিট করে থাকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত