দুর্গাপূজায় সন্ত্রাসী হামলার কোনো ঝুঁকি নেই, তবে জঙ্গিরা অনলাইনে সক্রিয়
প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১৫:২২ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:০২
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সন্ত্রাসী হামলার কোনো ঝুঁকি নেই। তবে, আশঙ্কাও উড়িয়ে দিচ্ছি না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
রোববার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন। ।
ডিএমপি কমিশনার আরও বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা তেমন ঝুঁকি দেখছি না। , তবে জঙ্গিরা এখন অনলাইনে সক্রিয় রয়েছে। তারা নানা ধরনের পোস্ট দিচ্ছে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিনি বলেন, জঙ্গিরা সেলফ রেডিকালাইজড হয়ে (লোন উলফ) হামলায় উদ্বুদ্ধ হয়েছে, অন্যকে উদ্বুদ্ধ করছে। রাতে মণ্ডপে যখন পুলিশ ও লোকজন কম থাকে তখন তারা হামলা করার কথা বলছে। তবে, তাদের পোস্ট দেখে কেউ উদ্বুদ্ধ হয়েছে- এমন কাউকে পাওয়া যায়নি। আমরা সতর্ক আছি।
শফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি। এছাড়াও ঢাকা শহরের বড় মন্দিরগুলোতে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। সিসিটিভি কন্ট্রোল রুম করা হবে। ছোট মন্দিরগুলোতে পুলিশের মোবাইল টিম কাজ করবে। ’
তিনি বলেন, ‘প্রতিটি মণ্ডপের আশপাশের সাদা পোশাকের কর্মকর্তা, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও র্যাব সমন্বিতভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে। সবার প্রতি আমার অনুরোধ এ উৎসবে কোনোভাবেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করা যাবে না। আমার অনুরোধ আপনারা স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে আসবেন। যারা বয়স্ক এবং টিকা নেননি, তাদের পূজামণ্ডপে না আনার অনুরোধ করছি। ’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত