দুমকিতে ৪২ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১৬:০৫ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০১:২৬
পটুয়াখালীর দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ মোঃ ফিরোজ খান (৩৫) ও মোঃ খোকন শরীফ (৩০) নামের ২ যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টিম।
শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার দুমকি সাতানী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো প্রতিটিতে ২ কেজি করে মোট ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ফিরোজ খানের বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। তার পিতার নাম মৃত-ছলেমান খা। অপর যুবক খোকন শরীফের বাড়ি পটুয়াখালী সদর থানার মৌকরণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। তার বাবার নাম মৃত মোসলেম শরীফ।
বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক ইসতিয়াক হোসেন বাদি হয়ে শনিবার রাত ৯টায় দুমকি থানায় একটি নিয়মিত মাদক চোরাচালানের মামলা দায়ের করেছেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতদের রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত