দুদফায় ১১ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম শুরু

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১১:৩৪ |  আপডেট  : ৫ মে ২০২৪, ১৭:৫১

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি লোকসভা আসনে নির্বাচন শেষে শনিবার (১৭ এপিল) আবার সচল হয়েছে বাংলাবান্ধাস্থল বন্দর। এই নির্বাচনের কারনে ১৭-১৯ এপ্রিল পর্যন্ত পন্য আমানি-রপ্তানি সহ ইমিগ্রেশন বন্ধ ছিল। এটি নিশ্চিত করেন স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট (আইপিসি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন। তবে আকস্মিক বন্ধ হয়ে পড়ায় ঢাকা- দিনাজপুর ঠাকুরগাওঁ এলাকার প্রায় অর্ধশত যাত্রী ফেরত গেছে। বৃহষ্পতিবার সেখানে গিয়ে অনেককে হতাশ হয়ে বসে থাকতে দেখা যায়।আগের দিন বুধবার জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ বন্দর দিয়ে সকল প্রকার কায়ক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। এছাড়াও ৮ এপ্রিল সকাল থেকে ১৪ এপ্রিল টানা আট দিনের বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানী বন্ধ ছিল। এরপর ১৫ এপ্রিল বন্দরটিতে কার্যক্রম পুরোদমে শুরু হয়। চালু ছিল মানুষ যাতায়াত সুবিধা। আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, এখন বাংলাবান্ধাস্থলবন্দটির কার্যক্রম শুরু হয়েছে।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান তিন দিন পর পুনরায় আমদানি রপ্তানি শুরু হয়েছে। এখন কর্মচঞ্চল বন্দরটি।

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত